চিঠি
দেবীস্মিতা দেব
‘তুমি কি মা দেখেছ চিঠি? দেখতে কেমন হয়?
কীভাবে চিঠি ঘুরে বেড়ায়, বিশাল জগৎময়?’
টুয়া কোনোদিন দেখেনি চিঠি, দেয়নি ওকে কেউ
এই না ভেবে কাঁদছে টুয়া, মনে শোকের ঢেউ।
টুয়ার কান্না দেখে মা তার বড়োই দুখি হলেন
কোলে নিয়ে চুমু খেয়ে মা তাকে তাই বলেন,
‘ওরে আমার রাজকন্যা, আমার সোনা মা রে,
চিঠির জন্য অমন করে আর যে কাঁদে না রে…
উঠেই গেছে জানিস না তুই, চিঠি লেখার চল!
কেউই কাউকে দেয় না চিঠি, করবি কী আর বল?
আগে লোকে পাঠাত চিঠি, করত টেলিগ্ৰাম
আজকালকার অনেক মানুষ শোনেইনি তার নাম।
সবাই এখন ইমেল করে, পাঠায় এস এম এস
কেউ বা আবার হোয়াটসঅ্যাপেই খোঁজ নিয়ে নেয়, ব্যস।
গঞ্জে-গাঁয়ে এখনও হয়তো চিঠিই লেখে লোকে
শহরবাসীর অনেকে আজও দেখেইনি তা চোখে।
চাস যদি তুই দেখতে চিঠি, বল না আমায় বল…
দেখাতে পারি তোকে চিঠি মুছলে চোখের জল।
খুঁজলে পুরোনো অনেক চিঠিই থাকবে আমার কাছে,
দেখাব না হয় সেগুলো তোকে, যে ক’টা আমার আছে।’
দেরাজ খুলে মা তারপর চিঠি দেখালেন তাকে
খুশি হয়ে ছোট্ট টুয়া জড়িয়ে ধরল মাকে।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment