ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,
কেমন কাটল তোমাদের এবারের পুজো? নীল আকাশের পেঁজা তুলো মেঘের ছুটোছুটি দেখতে দেখতে? নাকি বৃষ্টিতে ভিজে, ভিড় ঠেলে? বাড়িতে বইমুখো হয়ে বিছানায় উপুড় হয়ে শুয়ে নাকি পুজোমণ্ডপে অনেক কাজেকর্মে। পাহাড়ে, সমুদ্রে নাকি মরুভূমিতে।
তবে যেখানেই যাও - দেশে, বিদেশে - ম্যাজিক ল্যাম্প শারদ সংখ্যা তোমাদের হাতের মুঠোয়। মোবাইল খুলেই পড়ে নিতে পারবে। তাই দেরি না করে চটপট পড়ে ফেলো। থাকছে ছড়া, কবিতা, কমিকস, গল্প, প্রবন্ধ - আরও অনেক কিছু। কলম ধরেছেন প্রখ্যাত সাহিত্যিকরা।
সুন্দর, সুন্দর ছবি দিয়ে ম্যাজিক ল্যাম্পকে সাজিয়েছেন এই সময়ের সেরা শিল্পীরা। প্রচ্ছদ এঁকেছেন প্রখ্যাত শিল্পী শ্রী মৃণাল শীল।
শারদ সংখ্যাটিকে সাজিয়েগুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন শ্রী তাপস মৌলিক।
আমাদের জানাও তোমাদের কেমন লাগল এই সংখ্যা। খুব ভালো থেকো বন্ধুরা।
ইতি,
জিনি
No comments:
Post a Comment