ছড়া-কবিতা:: ডায়েরি - শ্রীপর্ণা দাস ব্যানার্জী


ডায়েরি
শ্রীপর্ণা দাস ব্যানার্জী

লঝঝরে ঝরঝরে ডায়েরির পাতাতে
কিছু কথা লিখে রাখি,
কিছু রাখি মাথাতে
গনগনে রোদ্দুরে চাঁদিফাটা দুপুরে
টিপ করে ঢিল ছুঁড়ি,
ঢেউ ওঠে পুকুরে
কার কথা কত ভারিমাপবার কাঠি নেই,
মজাদার কথাগুলো
জমাবার ঘটি নেই
রংচঙে স্বপ্নেরা খেলা করে আকাশে,
বৃষ্টির সাথে মিলে
উড়ে যায় বাতাসে
কে এল কে গেল মনে রাখে কজনে?
এই বেশ ভালো আছি
তুই আমি দুজনে
ঝিলিমিলি খুচখাচ কথা জমে হাজারে,
সব লেখা ডাইরিতে
পাবে নাকো বাজারে।।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment