ছড়া-কবিতা:: কীসের ভয়? - জয়দীপ চক্রবর্তী


কীসের ভয়?
জয়দীপ চক্রবর্তী

আকাশ ঝলমল
  ছড়ানো রোদ্দুর
    অথচ কাল ছিল বৃষ্টিরা

এখন খেলছি
  কাল তো বন্দি
    ছিলাম আমি আর মিষ্টিরা

মিষ্টি আমাদের
  পুচকি ছোটোবোন
    কথায় কথায় তার চক্ষে জল

বৃষ্টি দেখে কাল
  বেজায় ঘাবড়ে গিয়ে
     আমাকে এসে বলে, ‘কী হবে বল---

আমার পুতুলের
  বিয়েতে কালকে
    ওপেন ডায়াসেই নাচা গানা

সব তো প্রস্তুত
  এখন কীভাবে
     আমন্ত্রিতদের করি মানা?’

আমি তো হেসে খুন
  মিষ্টি এত বোকা
    জানে না, মেঘেরাও রৌদ্র হয়

আঁধার ভরা রাত
  আলোয় ভরা দিন
     হয় যখন জানি, কীসের ভয়!
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment