ছড়া-কবিতা:: ঘি-ভাত - প্রদীপ কুমার দাস


ঘি-ভাত
প্রদীপ কুমার দাস

গোলগাল আলু তার কিবা রূপ আহা রে
ঢেউ তোলে রান্নার চেকনাই বাহারে
সরু ঢ্যাঙা লঙ্কার দাবি নয় ফেলনা,
যাই রাঁধো আছে তাতে - কোপতা কি ডালনা
মোটাসোটা কুমড়োর একটাই বক্কা
সব কিছু ভুলে যাবে খেলে তার ছক্কা!
পটল ছেলেটি ভালো, কী করিৎকর্মা!
কী খাবে তা বলে ফেল - ভাজা নাকি দোরমা?
সুন্দরী ঢ্যাঁড়শের দেমাক যে ভারি
ছেলে-বুড়ো সব্বার প্রিয় তরকারি
ফুলো গাল ফুলকপি অভিমানী ঘোর
বাঁধা ভায়া আধা তার কেড়েছে কদর
ফিনফিনে ধনেপাতা বেজায় লাজুক
খোলতাই সুবাসেতে আনচান বুক
যাই খাও কক্ষনো ভুলো নাকো কর্তা
মনপ্রাণ ভরে খাও বেগুনের ভর্তা
তরতাজা কচিকাঁচা দলে দলে শশারা
প্রতি পাতে স্যালাডেতে কাটা পড়ে বেচারা
যত খাও কখনও যে পারবে না ভুলতে
মায়ের হাতের রাঁধা ধোঁয়া ওঠা ঘি-ভাতে!
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment