ছড়া-কবিতা:: শরৎ - কার্তিক পাত্র


শরৎ
কার্তিক পাত্র

প্রকৃতিতে শরৎ এল
মনটা আমার এলোমেলো।
চারিদিকে কাশের মেলা
আকাশেতে মেঘের ভেলা।

মাটির বুকে শিউলি ঝরা
আকাশে রোদ মিঠেকড়া
জল টই-টই পুকুর ভরা
রাতে হালকা শিশির পড়া।

শরৎ ঋতু পড়ল এসে
উমা আসছে বাপের দেশে
ছেলে মেয়ে সঙ্গে সবাই
দুইটি বোন দুইটি ভাই।

ঢাক বাজছে কাছে দূরে
নানারকম ছন্দ সুরে
চারটে দিন ভীষণ মজা
মন্ডা মিঠাই মিষ্টি গজা।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment