কাকতাড়ুয়া
তূয়া নূর
কাকতাড়ুয়া খেতের ভেতর --
হাত দু’খানা নড়ে,
মাটির হাঁড়ি চোখ যে আঁকা
এই তো ভেঙে পড়ে!
কাকতাড়ুয়া কাক তাড়াবে
ভিড়বে না কেউ কাছে,
কঙ্কালসার এই কাকতাড়ুয়ার
ভয় পাবার কী আছে?
কাকরা এসে আরাম করে
হাতের পরে বসে,
চকের দাগে মাথার উপর
অংক তারা কষে।
চোখে মুখে ব্যস্ত কাকের
নেই তো ভয়ের চিহ্ন,
কাকতাড়ুয়া মানুষ
হলে
ব্যাপার হত ভিন্ন।
----------
ছবি - আন্তর্জাল
No comments:
Post a Comment