ছড়া-কবিতা:: হারিয়ে খুঁজি - কিশোর কুমার দলুই


হারিয়ে খুঁজি
কিশোর কুমার দলুই

আঁকতে পারি আকাশ-নদী-পদ্ম ভরা ঝিল
মাখতে পারি আবিরে রোদ খুশি অনাবিল।
ঢাকতে পারি দুঃখ যত সুখের হাসি হেসে
থাকতে পারি শস্য সবুজ দেশকে ভালোবেসে।

আঁকতে পারি পাতার কুটির শহর থেকে দূরে
মাখতে পারি ভোরের আলো পাখির কুহু সুরে।
ঢাকতে পারি ইচ্ছেগুলো সাধ্য-সাধের কাছে
থাকতে পারি তাল মিলিয়ে স্বজন স্নেহের মাঝে।

আঁকতে পারি মনগড়া সেই স্বপ্নের এক দেশে
মাখতে পারি শ্রাবণধারা মেঘের ভেলায় ভেসে।
ঢাকতে পারি মাথাটাকে নাই বা থাকুক ছাতা
থাকতে পারি সাথে নিয়ে সেই সে কলার পাতা।

আঁকতে পারি রামধনু রং পুবের আকাশ জুড়ে
মাখতে পারি সাতটা সে রং চড়ব হাতির শুঁড়ে।
ঢাকতে পারি অনেক কিছুই রূপকথারা চুপ
থাকতে পারি সাজিয়ে নিয়ে গল্প-পাহাড় স্তূপ
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment