ছড়া-কবিতা:: প্রজাপতি - অঞ্জনা মালিক


প্রজাপতি
অঞ্জনা মালিক

একটা রঙিন প্রজাপতি
উড়ে যে বেড়ায় ইতি উতি
পাহাড় নদী বন বনান্ত ঘুরে
সবার মাঝে স্বপ্ন ফেরি করে
জ‍্যোৎস্না রাতে চাঁদের আলোছায়া
প্রজাপতির পাখায় রঙের মায়া
ভাব জমাতে ফড়িং আসে ছুটে
প্রজাপতির ভয়েতে প্রাণ টুটে
প্রজাপতির একলা থাকায় সুখ
ফুলের দলে লুকিয়ে তার মুখ
পরাগ মিলন ঘটায় ফুলে ফলে
বনের পথে হিল্লোলে হিল্লোলে।
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment