ম্যাজিক পেনসিলঃ ছোটোদের নিজস্ব বিভাগঃ শারদীয়া ২০২২


ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ

এবারের ম্যাজিক পেনসিল বিভাগে দুর্দান্ত একটি কবিতা পাঠিয়েছে ক্লাস এইটের প্রবাহনীল দাস। আর মজার একটা গল্প পাঠিয়েছে ক্লাস সিক্সের অদ্রিজা মণ্ডল, সঙ্গে আবার মজাদার একটা ছবিও এঁকে পাঠিয়েছে সে। এসো, দেখে নেওয়া যাক দুটি লেখা। নিচের লিংক দুটোয় ক্লিক করলেই দেখা যাবে দুই খুদে ওস্তাদের কর্মকাণ্ড।


----------

No comments:

Post a Comment