ছড়া-কবিতা:: নৃপেনদাদুর গল্প - সৌমী গুপ্ত


নৃপেনদাদুর গল্প
সৌমী গুপ্ত

নৃপেনদাদুর ঝোলায় আছে হরেক রকম গল্প
সুযোগ পেলেই বাঁশবাগানে শোনায় অল্পস্বল্প
এক যে ছিল মেছো ভূতের লম্বা মতো হাত
বাড়িয়ে দিলেই বেনো দিঘির মাছগুলো কুপোকাত
আর যে আছে ঝগড়ুটে এক শাকচুন্নি বুড়ি
চোখ দুখানা ভাঁটা যেন দাঁতগুলো সব নুড়ি
খিলখিলিয়ে দুহাত তুলে নাচ করে সে যখন
আত্মারামটি ঠকঠকিয়ে কাঁপতে থাকে তখন
বেম্মদত্যি কড়মড়িয়ে লাফ দিয়ে ঠিক মাঠে
একখানা পা গাছের ডালে আর একটা তার ঘাটে
রাতদুপুরে একলা যদি পরান হাতে যায়
স্কন্ধকাটা ভূতবাবাজি ঘাড় মটকে খায়
একশো একটা ভূতের আত্মা ঝোলায় নিয়ে ভরে
নৃপেনদাদু গান গেয়ে যায় দিব্যি নাকি সুরে
দাদুর বেশে চশমা পরে কাউকে যদি ডাকে
ঝোলায় সে জন ঢুকবে জেনো গল্প বলার ফাঁকে
যতই কর ঝুটঝামেলা লাভ নেইকো মোটে
আসলে তো ভূতের রাজা নৃপেনদাদুই বটে!
----------
ছবি - সুমিত রায়

No comments:

Post a Comment