ম্যাজিক পেনসিল: কবিতা:: দুর্গাপুজোর মানে - প্রবাহনীল দাস


দুর্গাপুজোর মানে
প্রবাহনীল দাস
[অষ্টম শ্রেণী, বিদ্যাসাগর শিশু নিকেতন
রাঙামাটি, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর -৭২১১০২]

শিউলি গাছে প্রথম যেদিন ধরল নরম কুঁড়ি,
বিশ্বকর্মা পুজোর জন্য তৈরি শুরু ঘুড়ি
শ্রাবণ ধারার দাপট কমে,
ঠাকুর গড়া জোর কদমে,
নীলপদ্মের খোঁজে বেরোয় কুচোকাঁচার ঝুড়ি

পুজোর কেনাকাটার সাথে সবাই ওঠে মেতে,
কুমোর পাড়ার ঠাকুর সাজেন প্যান্ডেলেতে যেতে
দান করে কেউ অন্ন, বস্ত্র
তাদের, শীতের ভয়েই ত্রস্ত
হয়ে জীবন কাটায় যারা ফুটপাথে সব পেতে

সবার কাছে দুর্গাপুজোর অন্যরকম মানে,
কেউ বা মজে ঘুরতে গিয়ে, কেউ বা নাচে গানে
কিন্তু সবার মনের মাঝে
পুজোর ঢাকের বাদ্যি বাজে,
আবেগ ভরা সুখ বলো আর পাবে কোনখানে?
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment