ছড়া-কবিতা:: আনন্দ পাই - দ্বৈতা হাজরা গোস্বামী


আনন্দ পাই
দ্বৈতা হাজরা গোস্বামী

যখন দেখি পথের ধারে
ফুল ফুটেছে গাছে
তখন ভাবি খুশি হওয়ার
অনেক কিছুই আছে

যখন দেখি আকাশ জুড়ে
মেঘের হাতেখড়ি
তখন ভাবি এই অকারণ
দুঃখ কেন করি?

যখন দেখি ইতিউতি
উড়ছে প্রজাপতি
তখন ভাবি হাসলে আমি
নেই তো কোনো ক্ষতি

যখন দেখি আমের আচার
শুকোনো রোদ্দুরে
তখন আমি ভীষণ খুশি
মেজাজটা ফুরফুরে

যখন আমায় বন্ধু বলে
বন্ধু ডাকে এসে
দুঃখটাকে পাঠাই তখন
তেপান্তরের দেশে

আর যদি কেউ না ডাকে আর
ডাক দিয়ে যায় হাওয়া
এক নিমেষে উধাও হবে
সমস্ত না পাওয়া

চারদিকে যে ছড়িয়ে জীবন
কত যে হাতছানি
আনন্দ পাই বুকের ভেতর
নেই তো কোনো গ্লানি।
----------
ছবি - লেখক

No comments:

Post a Comment