ছড়া-কবিতা:: ইচ্ছে খুশি - বিদ্যুৎ মিশ্র


ইচ্ছে খুশি
বিদ্যুৎ মিশ্র

একঘেয়েমি জীবন যখন কষ্টে থাকে মন
দূরে কোথাও ঘুরতে যাও পাহাড় না হয় বন
টিভি খুলে দেখতে পারো ইচ্ছে খুশি বেশ
এক নিমেষে পৌঁছে যাবে অন্য একটা দেশ

তবু যদি মন্দ লাগে মন কেমনের সুর
তাহলে তুমি যেতে পারো এখান থেকে দূর
ভাবনা কীসের পকেট যদি থাকে গড়ের মাঠ
বইয়ের পাতা খুলে দ্যাখো পাবে বাজার হাট

পড়ায় যদি মন বসে না রং তুলিটা নিয়ে
নানা রকম আঁকবে ছবি কাগজ কলম দিয়ে
ছবি যদি না হয় আঁকা করতে পারো খেলা
সবার সাথে দেখবে তখন কাটবে দারুণ বেলা
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment