ছড়া-কবিতা:: একটি ছবি - চিন্ময় দাশ


একটি ছবি
চিন্ময় দাশ

একটি ছবি ইতিহাসের
একটি সহজপাঠে,
একটি ছবি ভূগোল বইয়ে
নকশিকাঁথার মাঠে!
একটি ছবি নামতা শেখায়
একটি দেখায় খেলা,
একটি ছবি ব্যাকরণের
সন্ধি-সমাস মেলা!
একটি ছবি রবিঠাকুর,
একটি কোপাই নদী,
একটি ছবি কিশোরবেলা
ফেরায় আবার যদি!
একটি ছবি খুব খুঁজি যে,
রূপকথারই দেশ,
নটে গাছটি মুড়োয় কেন?
গল্প হলেও শেষ!
----------
ছবি - আন্তর্জাল

No comments:

Post a Comment