বইমেলা
জয়ন্ত মুখোপাধ্যায়
ধুলো মাখা পথ, অজানা শপথ
মেলা প্রাঙ্গণ জুড়ে আছে ঘ্রাণ
কত অক্ষর খুঁজে পেল ঘর
মলাটের মাঝে ভাষা পায় প্রাণ।
এত কোলাহল, ঘিরে আছে স্টল
বইপোকা যত, তৃপ্ত মনন
শীতের আমেজ, আনন্দ দে’জ
কবিতার ভিড়ে ভরা আশ্রম।
মুখরিত গান, কিছু অভিমান
চেনা পরিচিতি মিলন মেলায়
জ্ঞানের পিপাসা, সেই ভালবাসা
যত বেশি পড়ি, মন তত চায়।
দিন পালটায়, মেলা আসে যায়
অপেক্ষা থাকে সম্বৎসর
প্রিয় এই মেলা, শীতের দু’বেলা
লেখক পাঠক ঘেরা প্রান্তর।
----------
ফোটো - বিশ্বরূপ গাঙ্গুলি
No comments:
Post a Comment