ছড়া-কবিতা:: পদ্য দাদা - সুজাতা চ্যাটার্জী


পদ্য দাদা
সুজাতা চ্যাটার্জী

আমাদের ছন্দপুরে,
ছিল এক পদ্য দাদা।
হাতে তার থাকত কলম,
ব্যাগে তার খাতার গাদা।

সারাদিন পদ্য লেখার,
ছিল তার বাতিক বড়ো
যত শত ছন্দ এনে,
খাতাতে করত জড়ো

ফুল দেখে লিখল সেদিন,
আহা কী গন্ধ তোমার!
শুঁকলে উঠবে জেগে,
শুয়ে থাকা পেশেন্ট কোমার!’

তাই শুনে যেই হেসেছি,
ফস ফস অমনি লেখে,
কেউ কেউ হাসলে পরে,
মনে হয় বাঁদর, দেখে!’

এই শুনে ভীষণ রেগে,
বলেছি দুই কথা যেই,
দাদা দেখি খাতার পরে,
খস খস লিখল যে সেই

রাগ করা ভীষণ বাজে,
বোঝে না যে অনেক প্রাণী,
তাতে যায় প্রেশার বেড়ে,
ক্ষতি হয় অনেকখানি

বোকাদের মাথায় কেবল,
ভরা আছে গোবর যত,
তাই তো অল্প কথায়,
রাগ হয় তাদের অত।

তারপর কী যে হল,
আমাকে শুধিয়ো না আর,
কারো চোখে আর পড়েনি,
টিকিটিও পদ্য দাদার।।
----------
ছবি - আন্তর্জাল

2 comments: