ছড়া-কবিতা:: সেই সে গ্রামে - টুম্পা মিত্র সরকার


সেই সে গ্রামে
টুম্পা মিত্র সরকার

সবুজ ঘেরা গাছপাতা ফুল
পদ্মদিঘির টলটলে জল
রঙ ঢেলে দেয় সুয্যিঠাকুর
সেই সে গ্রামের নামখানা বল?

সকাল জাগে শিশির-ঘাসে
সন্ধে হলেই জোনাকি ঢল
রাত পাহারায় চাঁদের বুড়ি
সেই সে গ্রামের নামখানা বল?

আশ্বিনে যার আলটুসী মেঘ
ভাসায় সাদা মেঘকম্বল
ছোট্ট খুকি আলপনা দেয়
সেই সে গ্রামের নামখানা বল?

গুরুজন দেয় আশিসের হাত
ভায়ের মনে ভায়ের দখল
মন ছুটেছে সুখের খোঁজে
এবার পুজোয় সেইখানে চল৷
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী

No comments:

Post a Comment