ছড়া-কবিতা:: পাঁচটি লিমেরিক - উইলিয়াম কসমো মঙ্কহাউস :: অনুবাদঃ উদ্দালক ভরদ্বাজ

পাঁচটি লিমেরিক
উইলিয়াম কসমো মঙ্কহাউস
অনুবাদঃ উদ্দালক ভরদ্বাজ


।।  ১ ।।
পেলিকান

বিরল জাতির পুরোনো পাখি, নামটি পেলিকান
পেট ছোটো তার, মুখেই আঁটে, বিশাল পরিমাণ
ঠোঁট পুরে সে নেয় ভরে যা
হপ্তা ভরের খোরাকি তা
কেমন করে আঁটায় যে তা, জানেন ভগবান।

।।  ২ ।।

কলকাতার আজব বুড়ো

একটা আজব বুড়ো মানুষ থাকত কলকাতাতে
তিনটে মেয়ে বিয়ে করে আনল একই সাথে।
তিনটে কেন? শুধাল তাত্ত্বিক
বুড়ো বলল, “একটা অযৌক্তিক,
আর, দুটোতে স্যার আইনভঙ্গ, সোজা জেলখানাতে।”


।।  ৩ ।।
দুষ্টু ছড়া

এই ছড়াটা ক্ষতিকারক, কদর্যও বটে
অসংক্রমণ পন্থা নিও, ছোঁয়াচে সঙ্কটে।
নাহলে সে ছড়াবে বস্তিতে
চটপটিয়ে ধস্তাধস্তিতে
মাতাল হয়ে পাড়বে গালি, অশ্লীল, কটকটে।

।।  ৪ ।।

নাম ছিল তার লরা

তরুণী এক, নাম ছিল তার লরা
বন বেড়াতে পৌঁছল আঙ্গোরা,
ফিরে, এল ছাগল চড়ে -
এক, পশমিনা কোট পরে,
সাথে, পশু-পাখির জ্ঞানও বোঝাই করা।

।।  ৫ ।।

এক ছিল মেয়ে নাইজেরিয়ার

এক ছিল মেয়ে নাইজেরিয়ার দারুণ সাহসী
বাঘের পিঠে বসল চড়ে, মুখে মুচকি হাসি;
ভ্রমণ শেষে ফিরল হেঁটে
মেয়েটি তখন বাঘের পেটে
বাঘের মুখে প্রসন্নতা, ঝলমলে, উদ্ভাসি
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment