![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirUQkFdBCUXCXgntaRiyow3YBn_Uxu6J2kL6INTiKfUKW4kPrm-7cAlNs-qyYIF5y4h3Yn2ak06s-QLdHOltAfKz2QI1m7bWWVTaBu6y80fzRtPKbMMq2Eenk0vSNsQCWa7rLtVgDY3ZUy/s400/3943688392_76dbb388dc_b.jpg)
মৌসুমী চট্টোপাধ্যায় দাস
মেঘরা যেন টুকরো হয়ে
আটকে আছে কাশের ঝোপে,
ছলাৎ ছলাৎ বৈঠাধ্বনির
ছন্দেতে কান দিলাম সঁপে৷
শাপলা রঙে মৌটুসিটা
ঠোঁট ডুবিয়ে খুব খুশিতে
ভোমরাকে কি বলছে — “শোনো,
আজ হয়ে যাও আমার মিতে”?
আশ্বিনে আজ আকাশ যেন
উদার অপার, নেই কাঁটাতার,
সংক্রান্তির ঘুড়ির সুতোয়
যাক কেটে যাক দুঃখ-আঁধার৷
কাঁই না না কাঁই বাজছে কানে,
দেখছি চোখে স্বপ্ন-আবেশ,
দুগ্গাতলায় সুখ থই থই
নেই তো কোথাও দুঃখের রেশ৷
_____
ছবিঃ আন্তর্জাল
ছবিঃ আন্তর্জাল
No comments:
Post a Comment