ছড়া-কবিতা:: সুখ থই থই আজ হই সই - মৌসুমী চট্টোপাধ্যায় দাস


সুখ থই থই আজ হই সই
মৌসুমী চট্টোপাধ্যায় দাস

মেঘরা যেন টুকরো হয়ে
আটকে আছে কাশের ঝোপে,
ছলাৎ ছলাৎ বৈঠাধ্বনির
ছন্দেতে কান দিলাম সঁপে৷
শাপলা রঙে মৌটুসিটা
ঠোঁট ডুবিয়ে খুব খুশিতে
ভোমরাকে কি বলছে “শোনো,
আজ হয়ে যাও আমার মিতে”?
আশ্বিনে আজ আকাশ যেন
উদার অপার, নেই কাঁটাতার,
সংক্রান্তির ঘুড়ির সুতোয়
যাক কেটে যাক দুঃখ-আঁধার৷
কাঁই না না কাঁই বাজছে কানে,
দেখছি চোখে স্বপ্ন-আবেশ,
দুগ্গাতলায় সুখ থই থই
নেই তো কোথাও দুঃখের রেশ৷
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment