জয়দীপ
চক্রবর্তী
সুয্যিডোবা
রাত্রিবেলা ঘুটঘুট্টি অন্ধকারে
যখন ঘুমোয়
চাঁদ
তারার আলোয়
আকাশ জুড়ে আলপনা দেয়
একলা সে
উন্মাদ।
বৃষ্টিবিহীন
রৌদ্র দিনে যখন ছড়ায়
গনগনে রোদ
আগুন
পাতায় পাতায়
দখিন হাওয়ায়
কে এনে দেয়
অসময়ের ফাগুন?
আবার যখন
তুমুল বৃষ্টি, বানভাসি লোক...
ভাত জোটে না
মুঠোয়
মেঘ ছেঁড়া
রোদ সঙ্গী করে স্বপ্ন বোনে
বল তো কে খড়
কুটোয়?
যখন ভীষণ
মনখারাপের কান্না এসে
ভেজায় দুটি
চোখ
কেউ জানি
না, সঙ্গোপনে কে বলে যায়
তোদের ভালো
হোক...
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী
Khuub bhalo..kobita o ebong sanka o
ReplyDeleteDarun sir
ReplyDeleteভালো লাগলো।
ReplyDeleteভালো লাগলো।
ReplyDelete