ম্যাজিক পেনসিল
ছোটোদের নিজস্ব বিভাগ
এবারের ম্যাজিক পেনসিল বিভাগে এসে পৌঁছেছে একটি ছড়া এবং একটি ছবি। এসো দেখা যাক সে সব।
(১)
নিচের ছড়াটি পাঠিয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্র প্রবাহনীল।
সৌরজগতের মজার গল্প
প্রবাহনীল দাস
সুয্যিমামা ব্যাঙ্ক খুলেছেন,
ব্রাঞ্চ ম্যানেজার বুধ,
একাউনট্যান্ট অসুর গুরু
বাড়ায় ধারের সুদ৷
খেয়েই ধোসা পোঙ্গল,
তাই দেখে যে ব্যাঙ্ক লুটতে
এসেছে ভাই মঙ্গল৷
ভানুর সাথে বৃহস্পতির
নেই যে বনাবনি,
তাঁরই দলে নাম লেখালেন
‘দেব গুরুভাই’ শনি৷
কারণ লাল গ্রহের পরেই
গ্রহাণুদের বেল্ট,
চাঁদ জেনেছে, ‘গলে যাওয়া’
মানেই হল ‘মেল্ট’৷
অসুর গুরুর ঘ্যাম কম নয়,
ইংরাজি নাম ‘ভেনাস’,
গল্প শুনে শুয়েই কাদা
নেপচুন - ইউরেনাস৷
_____
লেখক পরিচিতি
প্রবাহনীল দাস,
পঞ্চম শ্রেণি, একমি একাডেমি, কালনা, পূর্ব বর্ধমান
(২)
এবারে ছবির পালা। নিচের সুন্দর ছবিটি এঁকে পাঠিয়েছে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছোট্ট মৌপর্ণা।
অঙ্কনশিল্পীর পরিচিতি
মৌপর্ণা
বসু
বয়স ৭, দ্বিতীয় শ্রেণী, অক্সিলিয়াম
কনভেন্ট স্কুল, দম দম
_____
প্ৱবাহনীলেৱ কবিতায় সৌৰজগতেৱ মজাদাৱ কল্পগল্প ছোটদেৱ মনে দাগ কাটবে,মৌপৱ্ণাৱ ছবিটি খুব প্ৱাণবন্ত ও প্ৱকৃতিৱ সুবাসে স্নাত, ধন্যবাদ দুই ক্ষুদে বন্ধু দ্বয়কে! ইতি----
ReplyDeleteবিশ্বজিৎ সাঠিয়াৱ, সম্পাদকঃ চিচিং ফাঁক, মালদা