ছড়া-কবিতা:: আগমনি গান - মানবেন্দ্র ব্যানার্জী


আগমনি গান
মানবেন্দ্র ব‍্যানার্জী

রোদের পায়ে নূপুর বাজে
ঝুমঝুমাঝুম ঝুম
পুজো তলায় ঢাক বেজে যায়
তাক্ দুমাদুম দুম।

আকাশ গাঙে পাল তোলা মেঘ
তরি যেন ভাসে
ঝিকিমিকি কাজলা দিঘি
শালুক শালুক হাসে।

ব‌ইছে নদী দু’কূল ছেপে
ভাটিয়ালি সুরে
বোষ্টুমি এক আগমনি
গাইছে বহু দূরে।
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment