ছড়া-কবিতা:: ছোট্টবেলার খোঁজে - মধুমিতা ভট্টাচার্য


ছোট্টবেলার খোঁজে
মধুমিতা ভট্টাচার্য

আহ্লাদী রোদ্দুরে মাঠ ঝলোমলো
ইস্কুল ছুটি আজ, মন খুব ভালো
চল তবে ছুটে যাই সবুজের পাশে
রাত্রির কুয়াশায় ভিজে ভিজে ঘাসে
গড়াগড়ি খেয়ে মাখি মাটির সুবাস
হিম লাগা সকালের ঝিম সুবাতাস
ডাক দেয়, বলে, ‘আয় রূপকথা বলি
ঠাকুমার ঝুলি, দাদা-মশাইয়ের থলি’!
ঝুলির ভেতরে সব রয়েছে সাজানো
রাজা, রানি, রাক্ষস, খোক্কস, দানো
তেপান্তরের মাঠ পার হয়ে যাব
লালকমলের দেশ সেখানেই পাব
নীলকমলের সাথে দুই ভাই থাকে
দুষ্টু দৈত্য যত ভয় পায় যাকে
হাট্টিমাটিমদের নাচ টিমটিম
খাড়া দুটো শিং আর পাড়ে যারা ডিম
ব্যাঙ্গমা ব্যাঙ্গমি খুঁজব ওখানে
ছোট্টবেলার কথা ওরাই তো জানে।
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী

No comments:

Post a Comment