দীপঙ্কর প্রামাণিক
শিউলি মেয়ে শিউলি নূপুর
হাতটি দোলায় কাশ
আলতা-রাঙা স্বপ্নগুলো
মনটা নরম ঘাস।
দুগ্গাঠাকুর সবার প্রাণে
ছড়ায় কী সুখ-ফুল
শরৎ আকাশ আঁকছে দেখো
নদীর দু-বুক কূল।
রূপকথাদের গল্প এ নয়
‘সব পেয়েছি’-র দেশ
নতুন জামা রঙিন ফিতে
সাজায় মাথার কেশ।
চাইবে যা সব পাবেই পাবে
এবার পুজোর থিম
মা যে মেটান সবার আশা
হাট্টিমাটিমটিম।
_____
ছবিঃ আন্তর্জাল
ছবিঃ আন্তর্জাল
No comments:
Post a Comment