ছড়া-কবিতা:: মেলা - দেবীস্মিতা দেব


মেলা
দেবীস্মিতা দেব

মেলায় যাবে রায়বাবুদের পটলা, গণেশ, হাবলু
মেলায় যাবে সেনবাবুদের নিতাই, দীনেশ, বাবলু
মেলায় যাব আমি তুমি, মেলায় যাবি কে রে?
মেলায় যাবে বলে সবাই কোমর বেঁধেছে রে

মেলায় আছে কাচের চুড়ি, আছে খেলনা-বাটি
মেলায় পাবি হরেক জিনিস, পাবি শীতলপাটি
মেলায় গিয়ে চরকি চড়বি, চড়বি নাগরদোলা
মেলায় গেলে পারবি খেতে মটর, ভাজা ছোলা।

মেলায় পাবি হাওয়াই মিঠাই, ফুচকা, আলুর চপ
মেলায় গেলে দেখতে পাবি ম্যাজিক, বায়োস্কোপ
মেলায় পাবি জিলিপি, পাঁপড়, আচার, মন্ডা মিঠাই
মেলার মজা দারুণ মজা, কোথাও তা আর নাই
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী

No comments:

Post a Comment