সম্পাদকীয়:: শারদীয়া ২০১৯


ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,

কেমন আছ সবাই? হই হই করে পুজো তো চলে এল আর তোমরাও কি এবারে টই টই করে বেরিয়ে পড়বে পাড়ায় পাড়ায়, মণ্ডপে মণ্ডপে?
পুজো এক এক জনের কাছে এক এক রকম ভারী অদ্ভুত এই ব্যাপারটা, তাই না?
পুজোয় যারা ঘরবাড়ি ছেড়ে দূরের দেশে থাকে তারা ঘরে ফেরার কথা ভাবে তোমাদের মধ্যে যারা খুব পেটুক তারা ভাবো কোথায় কোথায় গিয়ে কী কী খাওয়াদাওয়া হবে বন্ধুদের সঙ্গে, আবার যারা সাজুগুজু ভালোবাসো তারা ভাবো কী কী নতুন পোশাক পরবে, কেমন করে সবার থেকে আলাদা সেজে তাক লাগিয়ে দেবে অন্যদের যারা বই পড়তে ভালোবাসো তারা হয়তো লিস্ট করবে পুজোয় কোন কোন শারদ সংখ্যা কিনবে আর কোন কোন ভালো বই
আবার ভাবো, যারা দোকানে দোকানে কাজ করে, এই পুজোয় তাদের কাজের চাপ সবথেকে বেশি তারা ঠাকুর দেখার কথা হয়তো ভাবতেই পারে না তবে আমাদের ম্যাজিক ল্যাম্পের জাদু ছোঁয়া পৌঁছে যেতে পারে সর্বত্র সে গুমটি দোকানঘরই হোক বা মণ্ডপ, হাতে শুধুমাত্র একটা মোবাইল থাকলেই খুলে যেতে পারে এই জাদুর দরজা
তাই তো এই সময়ের সেরার সেরা কিশোর সাহিত্যিকরা কলম ধরেছেন ম্যাজিক ল্যাম্প শারদ সংখ্যায় রয়েছেন সুজন দাশগুপ্ত, অভিজ্ঞান রায়চৌধুরী, সৈকত মুখোপাধ্যায়, দীপ মুখোপাধ্যায়, অনন্যা দাশ, চুমকি চট্টোপাধ্যায় এবং আরও অনেকে
এঁদের গল্প কবিতার অপেক্ষায় আমরা সারা বছর বসে থাকি তাহলে আর দেরি নয় ম্যাজিক ল্যাম্প খুলে পড়তে শুরু করে দাও আর আমাদের জানাও কেমন লাগল
এই সংখ্যার প্রচ্ছদটি এঁকেছেন শিল্পী শ্রী প্রত্যয়ভাস্বর জানা গল্প কবিতায় অলংকরণ করেছেন - সুমিত রায়, প্রত্যয় ভাস্বর জানা, সুজাতা ব্যানার্জী, পার্থ মুখার্জী, সুকান্ত মণ্ডল, দীপিকা মজুমদার, অনুষ্টুপ শেঠ, স্যমন্তক চট্টোপাধ্যায়, সুতীর্থ দাশ, সোমঋতা চ্যাটার্জী, সপ্তর্ষি চ্যাটার্জী, কৃষ্ণেন্দু মণ্ডল, অতনু দেব, জয়ন্ত বিশ্বাস, শাম্ব চ্যাটার্জী, পুষ্পেন মন্ডল, নচিকেতা মাহাত এবং আমি প্রুফ দেখেছেন তাপস মৌলিক, রাজীব কুমার সাহা এবং সহেলী রায় ম্যাজিক ল্যাম্পকে সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন শ্রী তাপস মৌলিক
অনেক অনেক শারদ শুভেচ্ছা আর ভালোবাসা নিও
ইতি,
তোমাদের জিনি
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী

1 comment:

  1. ছোটবেলার দাদুমনির চিঠি মনে করিয়ে দিলো।

    ReplyDelete