আসছে
পুজো
কান্তিলাল
দাস
বদলে
গেল আকাশ বাতাস
শরৎ
এল বুঝি
কমলাকোয়া
রোদ উঠেছে
আনন্দ
আজ খুঁজি।
নীল
আকাশে সাদা মেঘের
ভাসছে
যে ঐ ভেলা
কাশফুলেতে
ঢেউ তুলে যায়
বাতাস
সারাবেলা।
পদ্ম
ফুটে দিঘির জলে
শিউলি
ঝরে ঘাসে
মুক্তোদানা
শিশির যেথা
অরুণ
আলোয় হাসে।
আসছে
পুজো, পোটোপাড়ায়
ঠাকুর
গড়ার ধুম
সাবেক
ঠাকুর, থিমের
ঠাকুর
গেল
রাতের ঘুম।
নতুন
পোষাক, নতুন
জুতো
শারদীয়ার
বই
সব
ছোটোদের মনের কথা
তাই
নিয়ে হইচই।
_____
ছবিঃ
সুজাতা চ্যাটার্জী
No comments:
Post a Comment