ছড়া-কবিতা:: ভাল্লাগে না একা একা - শঙ্কর কুমার চক্রবর্ত্তী


ভাল্লাগে না একা একা
শঙ্কর কুমার চক্রবর্ত্তী

সবুজ বনের টিয়া রে তুই
সবুজ বনে উড়িস,
আকাশ পথে ডানা মেলে
সবার সাথে ঘুরিস।

আমার বড়ো ইচ্ছা করে
তোদের মতো উড়ি,
তোদের মতো থাকলে ডানা
মেঘের দেশে ঘুরি।

ভালো লাগে না পড়তে আমার
আকাশ দেখি রোজ,
ওখানে আমার মা যে আছে
তাঁকেই করি খোঁজ।

টিয়া পাখি, টিয়া পাখি
বন্ধু হবি নাকি,
একলা ঘরে জানলা দিয়ে
মা’কে কেবল ডাকি।

কেউ আসে না আমার কাছে
বড্ড আমি একা,
নিশুত রাতে আমার ঘরে
মা যদি দেন দেখা -

বলব মা’গো আমায় ছেড়ে
কেমন করে থাকো,
কেমন থাকি সারাটা দিন
খোঁজ কি তুমি রাখো?
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী

No comments:

Post a Comment