ছড়া-কবিতা:: কোনটা সেরা - পার্থ দত্ত


কোনটা সেরা
পার্থ দত্ত

পুজোর সময় দেখছি তোমার
দিন পড়া বন্ধ,
আসছে ভেসে ফুচকা, ফ্রাই-এর
পাগল করা গন্ধ

বাঁশি, ভেঁপু, গ্যাসের বেলুন,
কোনটা তোমার প্রিয়?
আমি এনে দিতে পারি
তুমিই বেছে নিও।

মামার বাড়ি দাদু আছে
দিদিমাও সেরা,
তবে কেন এত করেও
নিজের ঘরে ফেরা?

দাদু, মামা, মাসি, পিসি
সবই থাকে পড়ে,
বাবা-মায়ের শাসন আদর
দেয় যে কাছের ক’রে।
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী

No comments:

Post a Comment