অভিরূপ দাস
দুর্গা বলেন, “মহিষাসুর, টেনশন হচ্ছে খুব,
মর্ত্যে আবার যেতে হবে আসছে নতুন সালটা।
বাঙালিরা বরাবরই দারুণ ক্রিয়েটিভ।
প্রতিবছর ওদের স্লোগান মূর্তিটাকে পালটা।
একসময়ে ছিল শাড়ি, ছিল ডাকের সাজ,
যুদ্ধ করাই কঠিন হত শাড়ি গয়নার ভারে।
অনেক কষ্টে ট্রেনিং করে বাগে আনলাম যেই,
শুনছি নাকি ওসব এখন বদলে যেতে পারে।”
অসুর বলেন, “মাগো আমার হালতও সঙ্গিন,
প্রতিবারই ওরা আমায় দিচ্ছে নতুন রূপ,
মর্ত্যে যখন যেমন ভিলেন আমায় বানায় তাই,
সব্বার দোষ ঘাড়ে নিয়েও থাকতে হচ্ছে চুপ।”
সবটা শুনে দুর্গা বলেন, “মহিষাসুর আমি
ঠিক করেছি যুদ্ধ না আর করব শান্তি চুক্তি,
বাঙালিদের কবল থেকে বরাবরের জন্য,
দুর্গা এবং মহিষাসুর তবেই পাবে মুক্তি।”
এই কথোপকথন আমি কাল পেয়েছি স্বপ্নে,
পড়ছ যারা ভাবতে পার এসব বোগাস কেস।
আমি কিন্তু ঘটনাটা লিখে রাখলুম ছড়ায়।
হতেও পারে এটাই দেবীর নতুন স্বপ্নাদেশ।
_____
ছবিঃ নচিকেতা মাহাত
চমৎকার। খুব ভালো লাগলো
ReplyDelete