বারিদ
বরণ ভট্টাচার্য্য
আয়
বৃষ্টি আয় বৃষ্টি ডাকছে বাদল মেঘটা
একটুও
জল নেই যে মাঠে কেঁদে ভাসায় ভেকটা!
শুকনো
ডাঙায় খেলা করে কাঠবিড়ালির ছানা
জায়গাটা
বেশ আদরমাখা নাম যে ভুবনডাঙা!
বৃষ্টি
এখন আকাশপটে শুধুই আঁকা ছবি
মেঘ
বৃষ্টি গেছে থেমে খেলছে শুধুই রবি!
খেলছে
ধুলোয় চড়ুইগুলো খেলছে টিয়া ময়না
চাষির
মাথায় হাত পড়েছে ধান বুঝি আর হয় না!
বনে
বনে ফুল ফুটেছে উড়ছে কত মৌ -
শিয়ালডাঙ্গার
পুবের মাঠে আর যাবে না কেউ!
দেখে
দেখে ফুরিয়ে গেল বেলা থেকে বেলা
ও
খোকা তুই খেলবি কখন জল-কুমিরের খেলা?
আসছে
পুজো হাসছে ধরা মানুষ কেন কাঁদে
পশু
পাখি সবার বিপদ আজ পড়েছে ফাঁদে।
বকুল
ফুলের গাঁথবি মালা বকুল কোথা বল -
জল
নেই তো ভাবনা কী সই জল সইতে চল!
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী
No comments:
Post a Comment