দীপ
মুখোপাধ্যায়
বেঁচে
আছি কত দুঃখে কষ্টে তোমরা রয়েছ অনন্তসুখে
আমি
যে আমার কান্নাগুলোকে ছড়া বানিয়েছি ছেঁড়া নোটবুকে।
নিজের
সঙ্গে নিজে নিজে আমি কত কথা বলি ইনিয়ে বিনিয়ে
ছড়া
হয়ে ওঠে জীবন্ত যেন বুকের গভীরে যন্ত্রণা দিয়ে।
ছোটে
মাঠে ঘাটে এদিকে ওদিকে যেদিকে সাজানো সুপুরির সারি
ছড়া
চলে যায় সীমানা ছাড়িয়ে যেই চেপে বসে টমটমগাড়ি।
দেখা
যাবে মেঠোরাস্তার ধারে একটা কী দুটো ছড়ার চিহ্ন
যেখানে
ধূসর কুঁড়েঘর বাড়ি পোশাক টাঙানো শতচ্ছিন্ন।
কিছুটা
আড়ালে আবডালে থাকে এঁদো বাঁশঝাড়ে আনাচে কানাচে
ঝোপ
ফুঁড়ে ঝোপে আগানে বাগানে গাছে গাছে কত ছড়া ফুটে আছে।
ছড়া
আলো দেয় জোনাকির মতো যেই চোখদুটো ছলছল করে
মায়ের
হাসিতে ছড়া খুঁজে যাই ছেলেবেলাকার সেই খেলাঘরে।
_____
ছবিঃ স্যমন্তক চট্টোপাধ্যায়
ছবিঃ স্যমন্তক চট্টোপাধ্যায়
দীপদার ছড়া পড়ে পড়ে কান তৈরি করেছি।
ReplyDeleteঅসাধারণ ছন্দস্পন্দন। অসাধারণ শব্দচয়ন।