ছড়া-কবিতা:: কথা বলে - উপাসনা পুরকায়স্থ


কথা বলে
উপাসনা পুরকায়স্থ

বালিহাঁস সাঁতরায়
পুকুরের জলে -
চাঁদগলা জোছনায়
গ্রাম কথা বলে!
আকাশে সুয্যিমামা
উঁকি দেয় যদি,
রঙ মাখে আকাশটা
রঙ মাখে নদী
ডাকলে পাড়ার পিসি
সকলেই যাই -
আচার চাটনি পেলে
চেটেপুটে খাই
আম জাম কুল আর
কত কী যে গাছ,
দিঘির শীতল জলে
খেলা করে মাছ
কদমগাছের ডালে
কাকাতুয়া ডাকে -
একলা যখন থাকি
মনে পড়ে মাকে
গ্রামটাকে ভালবাসি
গ্রামে থাকি তাই,
মিলেমিশে থাকি সবে
ভেদাভেদ নাই!
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment