ছড়া-কবিতা:: ঠিক না ভুল - সুজাতা চ্যাটার্জী


ঠিক না ভুল
সুজাতা চ্যাটার্জী

অঙ্কের স্যার বলে, “শোনো দিয়ে মন -
একখানা পরিবার, আছে ছয় জন
মা আছে, বাবা আছে, ভাই-বোন চার,
কতগুলো হাত-পা, গুনে কর বার।”

সবাই ব্যস্ত হয়ে গোনা করে শুরু,
মাথাগুলো ঝুঁকে পড়ে, কুঁচকোয় ভুরু
মিনি শুধু বলে ওঠে, “বড়ো সোজা, ইশ!
পা হবে বারোখানা, হাত চব্বিশ।”

মাথা নেড়ে স্যার বলে, “ছিঃ ছিঃ মিনি,
তোমাকে তো অঙ্কেতে ভালো বলে চিনি
জেনে রেখো, পা যদি বারোখানা হয়,
হাতও হবে বারোখানা, বারো জোড়া নয়।”

মিনি বলে, “কেন স্যার? সে তো নয় ঠিক
জবাব দিয়েছি আমি, ভেবে সব দিক
মা আছে, বাবা আছে, ভাই-বোন চার,
একটাই জানি আমি হেন পরিবার।

“বাবার যে চার হাত, দশ হাত মা’র,
সবার ছোটো যে ভাই, তারও হাত চার
দাদা আর দিদিদের মোট হাত ছয়,
দেখবেন গুনে স্যার, চব্বিশ-ই হয়।”
_____
ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment