ছড়া-কবিতা:: শারদোৎসব - পারমিতা বন্দ্যোপাধ্যায়


শারদোৎসব
পারমিতা বন্দ্যোপাধ্যায়

দিকে দিকে আজ আনন্দ-বান
উঠেছে সবাই মেতে
জাগো গৃহবাসী, ধরো সবে হাত
আসনটি দাও পেতে

প্রভাতকালে মহালয়ার
গানের সুরে ভেসে,
মন চলে যায় কোন সুদূরে
কাশফুলেরই দেশে

ষষ্ঠীতে তো বোধন হবে,
ঢাকে পড়বে কাঠি,
বইপত্রের মাঝে, মাগো
আনন্দটাই মাটি

সপ্তমীতে মহাপূজা,
খুশির সীমা নাই,
নতুন জামা, নতুন জুতো
আলোর রোশনাই

অষ্টমীতে মায়ের চোখে
প্রাণের আভাস পাই,
অঞ্জলি দিই মায়ের পায়ে
পদ্মফুলে তাই

মা দুর্গার অবয়বে
কুমারী তো সাজে
ধূপ-দীপেতে তার পূজা হয়
মন্ত্রোচ্চারণ মাঝে

সন্ধি পূজার সমাপনে
নবমী যে আসে,
বিষণ্ণতায় মন ভরে যায়
নয়ন জলে ভাসে

দশমী তিথিতে মা
কৈলাসে দেন পাড়ি,
অন্ধকারে ভাসিয়ে মোদের
মর্তলোক ছাড়ি।
_____
ছবিঃ দ্বৈতা হাজরা গোস্বামী

2 comments:

  1. বাহ,বেশ হয়েছে, ভালো লাগলো।

    ReplyDelete
  2. দারুন। খুব ভালো লাগলো।

    ReplyDelete