ছড়া-কবিতা:: আগমনি - রূপসা ব্যানার্জী


আগমনি
রূপসা ব্যানার্জী

নীল আকাশে ঠছে ফুটে মিষ্টি রোদের হাসি,
বাতাসে ওই শনশনিয়ে বাজছে পুজোর বাঁশি!
সাদা মেঘের ভাসছে ভেলা,
কাশের বনে লাগছে দোলা,
মন্ডপেতে বোল তুলেছে ঢাকের সাথে কাঁসি

সদ্য ফোটা পদ্মকলি হাসছে মেলে দল -
সন্ধ্যারাগে শিউলি জাগে গন্ধে মন উতল -
ঝরা পাতার উপর দিয়ে
মল বাজিয়ে মর্মরিয়ে
আসছে কে ও আলতা পায়ে? কেউ তো আমায় বল্!

যার ইশারায় সকল শুরু, যার ইচ্ছায় শেষ -
সেই নিরাকার হচ্ছে সাকার; ধরছে মায়ের বেশ
চাইছে সেও ভালোবাসা,
সেই আশাতেই ধরায় আসা
যুদ্ধে হেরে দুঃখ–অসুর হচ্ছে নিরুদ্দেশ
_____
ছবিঃ আন্তর্জাল

1 comment:

  1. দারুণ ছড়া। খুব ভালো লাগল রুপসা

    ReplyDelete