মুখোমুখি (ভিডিও) :: শারদীয় ২০১৬

মুখোমুখি (ভিডিও)

ম্যাজিক ল্যাম্প পত্রিকার তরফ থেকে এবার আমরা মুখোমুখি হয়েছিলাম বাংলা শিশু-কিশোর সাহিত্যজগতের বর্তমান সময়ের তিনজন প্রখ্যাত ব্যাক্তিত্বের। সেই তিনজন হলেন শ্রী অভিজ্ঞান রায়চৌধুরী, শ্রী ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং শ্রী অনীশ দেব। পাঠকরা সবাই এঁদের সম্পর্কে জানেন, তাই নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই।

নিচের তিনটি ভিডিও-তে ক্লিক করলেই দেখা যাবে সেই সাক্ষাৎকার।
সাক্ষাৎকার নিয়েছেন শ্রী সৌম্যকান্তি দত্ত

(১)
মুখোমুখি শ্রী অভিজ্ঞান রায়চৌধুরী


(২)
মুখোমুখি শ্রী ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়


(৩)
মুখোমুখি শ্রী অনীশ দেব

______

2 comments:

  1. খুব ভালো।অনীশ দেব এর বাকিটা কবে আসবে?

    ReplyDelete
  2. এবারের কিশোর ভারতীয় উপন্যাসের মতন অনীশ দেব বাবুর সাক্ষাৎকারটিও ধারাবাহিক !!!

    ReplyDelete