স্পার্ক
বৈশাখী
রায়চৌধুরী
পরনিপাত আলোকবৃত্তের বাইরে থাকা কোনও
কোনও মানুষ
তাদের শিরায় শিরায় বয়ে যাওয়া
সাদা-কালো খেলার নেশাটাকে কোনোদিন
মরে যেতে দেয় না।
প্রিয় দেয়ালগুলো ভেঙে যায় একে একে
তবু তারা কুয়াশা মেখেই এগিয়ে চলে।
সমাজ থাপ্পড় মারে গালে
'তুমি একটা মেয়ে সেটা ভুলে গেছো?’
চিতা ফেরত মেয়েগুলো কোনও উত্তর দেয়
না
চুপ করে থাকে।
শুধু লাষ্ট ড্রপসিনে চেক-মেট বলে বেরিয়ে যায়
তবে যাওয়ার আগে শুধু চোখে চোখ রেখে
বলে যায়
'আমি মেয়ে ভুলে গেছো?'
আর তাদের চলে যাওয়ার সেই স্পার্কল
মুভমেন্টেই জন্ম নেয়
লক্ষ লক্ষ দীপা-সাক্ষী-সিন্ধুর মতো
বারুদরা।
_____
ছবিঃ নচিকেতা মাহাত
No comments:
Post a Comment