বনপাহাড়ির
প্রজাপতি
নুরজামান
শাহ
বনপাহাড়ির
মিষ্টি বাতাস রোদের ছোঁয়া লেগে,
খুশির
পুলক প্রজাপতির উঠল মনে জেগে।
ইচ্ছে
যে তার রঙবেরঙের ফুলের বনে থাকবে,
স্বপ্ন
যত এই এখানে ছবির মতন আঁকবে।
ডাকছে
তারে গাছ-গাছালি নীলচে খোলা আকাশ,
ইচ্ছেমনে
ভিড় জমাতে স্পর্শ করে বাতাস।
ফুলের
বনে বন্ধু যে তার মৌটুসি এক পাখি,
বনপাহাড়ির
খেলার সাথি, ডাগর
তাদের আঁখি।
ফুলের
মধু একসাথে খায় একসাথে ওই উড়ে,
পাপড়ি
থেকে গন্ধ নিয়ে ছড়ায় অচিনপুরে।
_____
ছবিঃ
দ্বৈতা গোস্বামী
Khub misti chora..
ReplyDeletekhub misti hoeche nurjaman..khub bhalo laglo.
ReplyDelete