হিমালয়ের ছড়া
তন্ময় ধর
এই যে
দেখিস, বিশাল এই পাহাড়টা
দূর থেকে
তো দেখিস তাহার বাহারটা!
জানিস,
বরফ-বুকের নিচে দুখ কত?
পাথর ভেঙে
ভাঙিস আমার মুখ কত?
কত
প্রাণের চঞ্চলতা, গহন বন
হারিয়ে
গেল হারিয়ে-যাওয়া, মন-কেমন!
ভাঙছে
আমার শরীর, গলছে সব বরফ
পৃথিবীটার
মাতৃভাষার সব হরফ।
কত নদীর
কান্নাভেজা স্বপ্ন যে
আমার বুকে
এসে আজও জল খোঁজে
হারিয়ে
গেছে তৃষ্ণা, খিদে, তীর্থস্নান
নীলকন্ঠ
পাখির ডানায় আলোর গান
দেবীর
সাজে কন্যা উমার দুষ্টুমি
শুধোয় না
কেউ - কেমন আছো গো তুমি?
_____
ছবিঃ
নচিকেতা মাহাত
No comments:
Post a Comment