মগজাস্ত্র:: শারদীয় ২০১৬


মগজাস্ত্র
অনন্যা দাশ ও সহেলি চট্টোপাধ্যায়

মগজাস্ত্র

এবার তোমাদের জন্য রয়েছে কিছু প্রশ্ন। চটপট মাথা খাটিয়ে উত্তর দাও। এবারের বিষয় গোয়েন্দা আর রহস্য।

১। মিস মার্পল চরিত্রটি কে সৃষ্টি করেছেন?
২। জর্জ রেমি কে?
৩। জাদুকর ম্যানড্রেকের বাড়ির নাম কী?
৪। লালমোহন বাবুর গাড়ি কী রঙের ছিল?
৫। সেক্টোপাসের খিদে গল্পে সেক্টোপাস কী ধরনের প্রাণী?
৬। জিকো, কেকা এবং সাগর মামা এই চরিত্রগুলো আমরা কোন লেখকের রচনায় পাই?
৭। শার্লক হোমসের দাদার নাম কী?
৮। গোগোল চরিত্রের স্রষ্টা কে?
৯। পাণ্ডব গোয়েন্দাদের কুকুরের নাম কী ছিল?
১০। অনিলিখা চরিত্রটি কার সৃষ্টি?

মগজাস্ত্র

এবারে এক মহান শিশু সাহিত্যিককে শ্রদ্ধা জানানোর জন্যে সব তাঁর বইয়ের নাম দেওয়া হল। দেখো তো কোন বই বলতে পারো কিনা। যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই পড়ে নিও, ঠকবে না বলে দিলাম...


উত্তরঃ

মগজাস্ত্র
১। অগাথা ক্রিস্টি।
২। বিশ্ববিখ্যাত কমিক্স টিনটিনের স্রষ্টা হার্জের আসল নাম।
৩। জানাডু।
৪। সবুজ রঙের অ্যাম্বাসাডার।
৫। উদ্ভিদ।
৬। অনন্যা দাশ।
৭। মাইক্রফট হোমস।
৮। সমরেশ বসু।
৯। পঞ্চু।
১০। অভিজ্ঞান রায়চৌধুরী।

মগজাস্ত্র
সব গল্প শিশু সাহিত্যিক শৈলেন ঘোষের
১। আলোর আকাশে ঈগল
২। হুপ্পোকে নিয়ে গপ্পো
৩। কালো ঘোড়ার সওয়ার
৪। ময়ুরকন্ঠী রঙ
৫। পিরামিডের দেশে
৬। স্বপ্নের রঙ সোনালি
৭। বন-সবুজের দ্বীপে
৮। বাজনা
______

No comments:

Post a Comment