ছড়া-কবিতা:: ইস্কুল - বনশ্রী মিত্র


ইস্কুল
বনশ্রী মিত্র

বাসে আমি চড়ি না যে,
কি ভীষণ ঝাঁকুনি!
মেট্রোতে ঠাণ্ডায়,
হাড়ে লাগে কাঁপুনি!

সাইকেলে চেপে আমি,
রোজ যাই ইস্কুল!
বই-খাতা পরিপাটি,
চলবে না কোন ভুল!

দেরি হলে দু-মিনিট,
কি যে খাই বকুনি!
হোম-ওয়ার্ক না হলেই,
সে কি চোখ রাঙানি!

ইতিহাসে রাজা-রানি,
নবাব আর বাহাদুর!
গল্প যে কতসব,
চলে যাই বহুদূর!

ইংরিজি-বাংলা শিখে
নিতে হবে যে!
ভূগোলেতে পৃথিবী,
ঘুরে চোখ জুড়োবে!

বিজ্ঞান আর অঙ্কে
যুক্তিটি লাগবে!
বুঝে নিলে নিশ্চয়ই,
বুদ্ধি যে বাড়বে!

টিফিনের ঘণ্টা!
একসাথে হৈ-হৈ!
জুতো-মোজা খুলে সব,
মাঠে শুধু দৌড়োই!

এতকিছু করে শেষে,
কেন আসে ঝিমুনি!
আসলে যে ছোট আমি,
বড় অত হইনি!
--------
ছবিঃ দ্বৈতা গোস্বামী

6 comments:

  1. Sundor procchodtir jonno anek dhonnobad Dwaita Goswami.

    ReplyDelete
  2. সেই ইস্কুলের দিনগুলো..nostalgic, ভালো লাগলো

    ReplyDelete
  3. Banasri di - chora ta pore besh bhalo laaglo. Chotobelakar jhimuni mone pore gelo....

    ReplyDelete