ম্যাজিক শুভেচ্ছা:: ম্যাজিক ল্যাম্পের এক বছর - সমুদ্র বসু


ম্যাজিক ল্যাম্পের এক বছর
সমুদ্র বসু
(শিশু-কিশোর সাহিত্য গবেষক, নিবন্ধকার ও সমালোচক)

একটা চারাগাছ যখন জন্মায় তখন তাকে বড় করে তুলতে যেমন রোদ্দুর আর জল লাগে তেমনই লাগে যত্নউপযুক্ত যত্নে সার প্রয়োগের ফলে চারাগাছ দ্রুত বেড়ে ওঠে এ সময়টা বড্ড কঠিন একদিকে চারপাশের বড় বড় গাছের দীর্ঘশ্বাস আবার অন্যদিকে জীবজন্তুর পায়ের চাপে গাছটার মরে যাওয়ার সম্ভাবনা। এ সব অনিশ্চয়তার মধ্যে দিয়েই বেড়ে ওঠে চারাগাছটা  বাংলা শিশু-কিশোর পত্রিকার জগৎটাও কিন্তু একইরকমনতুন পত্রিকার জন্ম নিলেই চারদিকে যেন গেল গেল ভাব ওঠে এবং অনেক কটা প্রশ্ন মাথা চাড়া দিয়ে ওঠে -

(১) এই বাজারে আবার একটা পত্রিকা? আদৌ চলবে তো? কারা পড়বে এই পত্রিকা?
(২) আদৌ আজকের সময়ের ভালো লেখকরা কি লিখবেন?
(৩) এতো গেল একদিকের কথা, কিন্তু অন্যদিকে সেই পত্রিকা যখন কাগজের না হয়ে ওয়েব পত্রিকা হয় তখন তো আর প্রশ্নচিহ্ন ওঠে - যে দেশে এখন ওয়েব দুনিয়ার বই পড়তে পাঠকরা ভালোভাবে অভ্যস্ত হয়ে উঠতে পারেনি সেখানে কি ওয়েব ম্যাগাজিন তারা পড়বে?
(৪) কি করে হবে এই পত্রিকার প্রচার?
(৫) বড়োদের পত্রিকা হলে না হয় তাও একটা কথা ছিল বাজারে প্রেমের কবিতা বা দুর্বোধ্য কবিতা বা অতি দুর্বোধ্য intellectual গল্পের অভাব নে প্রাপ্তবয়স্কদের একটু মাল মশলা মিশিয়ে দিলে আগুনে ঘি পড়ার মতো মানুষ গোগ্রাসে গিলতে চায় এ পত্রিকা তো তাও নয়, এতো শিশু-কিশোর পত্রিকা  কার কার যেন অদেখা শ্লেষসূচক ব্যঙ্গ মনের মধ্যে লুকিয়ে ছিল সে সময়

ম্যাজিক ল্যাম্পের প্রথম বর্ষ সম্পূর্ণ হওয়ার জন্মদিনে আমি জোর গলায় এ কথা বলতে পারি যে ম্যাজিক ল্যাম্প পরিবার উপরোক্ত পাঁচ খানা প্রশ্নের প্রশ্নকারীকে (সে প্রশ্নকারী যেই হোক না কেন) সজোরে চপেটাঘাত করে নিজেদের চলার পথকে অনেকটাই মসৃণ করতে সফল হয়েছেন তাদের ঐকান্তিক পরিশ্রম ও লেখার গুণমানের জন্য এই শিশু-কিশোর সাহিত্যে অধিকাংশ লেখক পয়সা রোজগারের জন্য লেখেন না তাই উপযুক্ত মানের লেখার জন্য অবশ্যই দরকার সম্পাদকীয় আন্তরিকতা এবং একতা পত্রিকার অধিকাংশ লেখাই খুব উপযুক্ত মানের হয়েছে ছবি আঁকায় অবশ্যই আর উন্নতির জায়গা আছে সাক্ষাৎকার, বই রিভিউ, গবেষণামূলক লেখা, ধাঁধা ও কমিকস আর সংখ্যায় বাড়াতে অনুরোধ রাখবো এক বছরের এই সাফল্য গোটা ম্যাজিক ল্যাম্প পরিবারের, যেখানে পরিবার বলতে সম্পাদক, সহকারী সম্পাদকরা, সহযোগীরা, লেখক, নিবন্ধকার, শিল্পী, কমিকস শিল্পী, টেকনিকাল কাজে যুক্ত সবাইকে বোঝায় ম্যাজিক ল্যাম্প জাদুকাঠির ছোঁয়ায় আর অনেকদূর এগিয়ে যাবে আমি আশা রাখি
_____

3 comments:

  1. আমরা সবাই আশা রাখি।

    ReplyDelete
  2. magic lamp ke prochur shubho kamona janai......
    chalte thakuk , amra achi, thakbo

    ReplyDelete