ছড়া-কবিতা:: এগিয়ে চলা - মধুমিতা ভট্টাচার্য

এগিয়ে চলা
মধুমিতা ভট্টাচার্য

আমরা এখন ভীষন রকম ই-মেইল
আমরা এখন ডাকঘরে আর যাই না
আমরা এখন ল্যাপটপে চিঠি লিখি
খাম খুলে আর মনের গন্ধ পাই না!
দুপুর আসে, আসে না তো ডাকপিয়ন
সাইকেলে চড়ে, ঘন্টি বাজে না মিষ্টি
জানলার ফাঁকে নেই উৎসুক চোখ
নামতো যেখানে অভিমানী ঝড়বৃষ্টি!

হারিয়েছে সব ঝর্ণা কলম, দোয়াত
হারিয়ে গিয়েছে পাত পেড়ে খাওয়া, পিঁড়ি
মেটে কুঁজোর ঠান্ডা জলের সাথেই
হারিয়ে গিয়েছে দর-দালানের সিঁড়ি।
কালচে পালিশ, মেহগিনির টেবিল,
চাদর বিছানো ফুলছাপা রঙ্গিন
তার উপরেই থাকতো চিঠির খাতা
হারিয়ে গিয়েছে সেসব অনেকদিন।

আমরা এখন এসএমএস আর ফ্যাক্স
আমরা এখন দুচার কথায় সারি
আমরা অনেক এগিয়ে গিয়েছি তবু
রোজ-প্রতিদিন জেতার নামে হারি।
কাজের ভিড়ে আমরা সময়-কাঙাল
চিঠি লেখার শব্দেরা তাল-কানা
মুঠোফোনে কেমন আছো? ভালো?
ওইটুকুতেই সব হয়ে যায় জানা!

আমরা এখন আন্তর্জালে রোদ খাই
আমরা এখন ভীষণ রকম ফেসবুক
উধাও রোয়াক, মজলিশ নেই সেখানে
ধোঁয়াশা জীবন, ধোঁয়া ভরা বুক-ধুকপুক।
কলম ধরার কৌশল গেছি ভুলে
আমরা এখন চিঠি কাকে বলে জানি না
বিগত দিনের নেশা ছেড়ে আগে চলেছি
আমরা তো আর পিছিয়ে থাকতে পারি না!
______
ছবিঃ সুজাতা চ্যাটার্জী

No comments:

Post a Comment