গোলটেবিল:: ফুলের দেশে বিভীষিকাঃ অনন্যা দাশ :: আলোচনাঃ সহেলী চট্টোপাধ্যায়

বইঃ ফুলের দেশে বিভীষিকা
লেখকঃ অনন্যা দাশ
প্রকাশকঃ সি বুক এজেন্সি, দামঃ ৮০ টাকা
আলোচনাঃ সহেলী চট্টোপাধ্যায়

ফুলের দেশে বিভীষিকা পড়লাম। আবার একবার জিকো, কেকা আর সাগর মামার সাথে বেরিয়ে পড়া। সঙ্গে অখিল বাবু আছেন। মাঝে মাঝে ছড়া বানান ভদ্রলোক, অনেকটা এথেনিয়াম ইন্সটিটুউটের বৈকুণ্ঠ মল্লিকের মত। অখিল বাবুর মধ্যে জটায়ুর মিল পাওয়া যায়। সাগর মামার সাথে কিন্তু মিত্তির বাবুর মিল নেই। ফ্লোরিডা ঘুরতে গিয়ে সমস্যায় পড়ে জিকোরা। রহস্য এখানে অনেক জটিল আর অনেক গভীর। এক সঙ্গে অনেকগুলো রহস্য। প্যাঁচালো রহস্যের জাল কেটে বেরুতে সক্ষম হয় সাগর মামা। ফ্লোরিডা ঘুরতে বেশ ভালো লেগেছে। বিশেষ করে সুখেন নস্করের বাড়িশার্ক অ্যাটাক-এর দৃশ্য বেশ ভয়ের আর দুঃখজনক! টুকরো টুকরো দৃশ্য জুড়ে ঘটনাগুলো ঘটে গেছে। জিকো, কেকার অন্যান্য অ্যাডভেঞ্চারে যেমন দেখা যায়। সব মিলিয়ে ফুলের দেশে বিভীষিকা ছোটো বড় সব পাঠকদের ভালো লাগবে।
______

1 comment: