মগজাস্ত্র:: অক্টোবর ২০১৭


মগজাস্ত্রঃ কুইজ
অনন্যা দাশ ও সহেলী চট্টোপাধ্যায়

এবারের কুইজ আমাদের মা দুর্গাকে নিয়ে। খুব সোজা তোমাদের কাছে।


প্রশ্নঃ
১। মা দুর্গা ভারতের অনান্য রাজ্যে কী নামে পরিচিত?
২। মুম্বাই নামের উৎপত্তি কীভাবে হল?
৩। দেবী কন্যাকুমারী ____ এর দেবী।

মা কন্যাকুমারী
৪। কাত্যায়ন ঋষির কন্যা ____
৫। দেবী দুর্গার ____ রূপ শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন।
৬। তিব্বতে মা কালীর নাম কী?
৭। নীচের ছবিটি লক্ষ কর। দুর্গার এই রূপ দেখে মহাদেব জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। রূপটি কী ছিল?


৮। নিচের ছবিটি মা কালীর একটি বিশেষ রূপের। এই রূপের নাম বলতে পারবে?


৯। দুর্গাকে সিংহ কে দিয়েছিলেন?
১০। দুর্গার দুই বান্ধবী বা সখীর নাম কী?

উত্তরঃ
১। মা অম্বা বা অম্বে মা।
২। দেবী দুর্গার এক নাম হল মুম্বেদেবী। তা থেকে মুম্বাই।
৩। হিন্দু সন্ন্যাসের দেবী।
৪। কাত্যায়নী।

কাত্যায়নী
৫। দেবী কৌশিকি। দেবী ভালো গান বাজনা জানতেন।
৬। ত্রমা নাগমো বা ট্রোমা নাগমো। (TROMA NAGMO)

TROMA NAGMO
৭। ছিন্নমস্তা।
৮। মা আদ্যা।
৯। গিরিরাজ হিমালয়।
১০। জয়া ও বিজয়া।
_____
তথ্যসূত্র ও ছবিঃ আন্তর্জাল

No comments:

Post a Comment