সম্পাদকীয়:: অক্টোবর ২০১৭


      ম্যাজিক ল্যাম্পের প্রিয় বন্ধুরা,

      কেমন আছ সবাই?

     এবারে পুজোটা কীরকম তাড়াহুড়ো করে চলে এল আবার চলেও গেল তাই না? কিন্তু পুজোর আমেজ এখনও যায়নি সামনেই দীপাবলি আলোর উৎসব আসলে অন্ধকার তো জমে থাকে আমাদের মনের মধ্যে আর সেই অন্ধকারকে দূর করতে হবে প্রকৃত জ্ঞান, সত্য, আর ভালোবাসার আলো দিয়ে আর অবশ্যই ম্যাজিক ল্যাম্পের ম্যাজিক আলো দিয়ে
ম্যাজিক শারদ সংখ্যায় এবারে বিশাল সম্ভার তোমাদের প্রিয় সব লেখকেরাই আছেন সেখানে এবারে থাকছে রহস্য, গোয়েন্দা, ভূত, রূপকথা, মজার, মানবিক, কল্পবিজ্ঞান সব বিষয়ের গল্প তাই যে যেরকম গল্প পড়তে ভালোবাসো, সবরকম গল্পই পাবে ম্যাজিক ল্যাম্পে রয়েছে অণুগল্প আর দুটো মজার নাটক মনমাতানো পনেরখানা ছড়া দুটো জমজমাট ভ্রমণ ৫টা দারুণ দারুণ কমিকস শুরু হল সপ্তর্ষির দে’র কমিকস আলাদিন নচিকেতার নির্বাক কমিকস, সম্বিতার মজার কমিকস, বিনয় পালের সাই-ফাই কমিকস, আর তাপস মৌলিকের অনুবাদ কমিকস কুট্টুর মজার অভিযান তো থাকছেই
তিনটে গল্প পাঠ থাকছে এই সংখ্যায় আর রয়েছে কিছু স্পেশাল চমক কী সেগুলো? বলছি, বলছি, সবুর কর থাকছে শীর্ষ বন্দ্যোপাধ্যায় আর চন্দ্রনাথ চট্টোপাধ্যায়-এর ছোটোবেলার পুজো নিয়ে লেখা দুটো প্রবন্ধ, থাকছে শুকতারার সম্পাদক রূপা মজুমদার দিদির ছোটোবেলার কথা এই সংখ্যায় আমাদের ‘মুখোমুখি’ বিভাগে থাকছে শ্রী সন্দীপ রায়ের ভিডিও ইন্টারভিউ আর কী চাই? এবার জমিয়ে পড়তে শুরু কর ম্যাজিক ল্যাম্প শুরুতেই রয়েছে তোমাদের প্রিয় লেখক অভিজ্ঞান রায়চৌধুরীর একটি দুর্দান্ত মায়াময় গল্প শেষ পাতে মিষ্টিমুখ ছোটোদের সুন্দর আঁকার খাতা "ম্যাজিক পেনসিল"
ম্যাজিক ল্যাম্পের গল্প-কবিতাগুলির জন্য দুর্দান্ত সব ছবি এঁকে দিয়েছেন বাঘা বাঘা সব শিল্পীরা। তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। বিজ্ঞান বিভাগটিকে সাজিয়ে তোমাদের সামনে এনেছেন শ্রী অমিতাভ প্রামাণিক। সমস্ত লেখা অসীম ধৈর্য্য নিয়ে এডিট করেছেন শ্রী রাজীব কুমার সাহা আর ম্যাজিক ল্যাম্পকে প্রতিমার মতো সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে নিয়ে এসেছেন শ্রী তাপস মৌলিক
আমাদের জানাতে ভুলো না কেমন লাগল এবারের ম্যাজিক ল্যাম্প
আরেকটা কথা, উৎসবের মরসুমে আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিও যাদের একটা পুজোর জামা তো দূরের কথা ভালো করে খাবার জোটে না তাদের কথা ভেবো সবার সঙ্গে ভাগ করে নিলেই কিন্তু আনন্দ বেড়ে যায়
ভালো থেকো বন্ধুরা ভালোবাসা নিও
ইতি,
জিনি
_____
ছবিঃ স্যমন্তক চট্টোপাধ্যায়

No comments:

Post a Comment