ছড়া-কবিতা:: খুশির ছুটি, ছুটির খুশি - রূপসা ব্যানার্জী


খুশির ছুটি, ছুটির খুশি
রূপসা ব্যানার্জী

বন্ধ মনের জানালাগুলি সশব্দে আজ যায় খুলে,
আকাশগাঙে মন ভেসে যায় তুষারধবল পাল তুলে
শিউলিফুলের গন্ধে বুঝি লাগল নেশা কাশবনে,
অপরাজিতার রঙ মিশে যায় রামধনুকের মাঝখানে
আজকে আমার মন টেকে না চার দেওয়ালের এই ঘরে,
লুকিয়ে রাখা ইচ্ছেগুলো দমকা হাওয়ায় ঘর ছাড়ে
বইখাতা সব রাখব তুলে মায়ের বারণ মানব না,
পাগল মনের ভাঙব আগল, নিয়ম দিয়ে বাঁধব না
হাসব আমি খিলখিলিয়ে, ভাসব রঙের বন্যাতে
জ্বলব আমি দুপুর রোদে, গলব মিঠে জ্যোৎস্নাতে।
দুগ্গামায়ের চোখ আঁকে ঐ পটুয়াদাদু একমনে,
ন্যাড়া মাথায় সিংহমশাই কেশর লাগার দিন গোনে
নতুন জামার গন্ধ নিয়ে উঠছে প্রাণে খুশির ঢেউ,
এত খুশি কেন আমার, তোমরা কি তা জান কেউ?
খুশির ছুটি, ছুটির খুশি, ধিতাং ধিতাং নাচছে মন
দু’দিন বাদেই হচ্ছে শুরু দুগ্গাপুজোর ভ্যাকেশন
-----
অলঙ্করণঃ দ্বৈতা গোস্বামী

No comments:

Post a Comment