ছড়া-কবিতা:: আশায় ভাসায় ভেলা - তনুশ্রী চক্রবর্তী


আশায় ভাসায় ভেলা
তনুশ্রী চক্রবর্তী

ফুলছাপ খুন্তিটা হারিয়েছে বেলনা,
মামা পাপা কেউ নেই, চাইব যে খেলনা!
ঝুঁটি বেঁধে মামা রোজ টাটা যায় অফিসে,
পাপা বকে ভেঙে গেলে, হাত দিলে শো-পিসে।
স্কুলছুটি হয়ে গেলে দারোয়ানও বকে খুব,
আমি বল কাকে বকি, আয়ামাসি দিলে ডুব?

বার্বিটা হাত ভেঙে পড়ে থাকে বাড়িতে,
সামলাব কত আর? চাল দে না হাঁড়িতে।
টেডিটাকে ঠেলে ঠেলে গেল না গো বাজারে,
কড়াটা যে জ্বলে গেল! হায় এ কী সাজা রে!

‘হ্যালো, হ্যালো মামা আমি গেম খেলি কী-বোর্ডে।’
‘পাপা হ্যালো জু-তে যাবে? চড়ব না ও ফোর্ডে।
প্রজাপতি আমি হব, তুমি হবে ককরোচ –
মামা তা’লে ছুটি নেবে? আমাদেরই হবে কোচ?’
বাড়ি ফিরে রাগী মুখে, মামা বলে ‘বেয়াড়া’
পাপা ফেরে হাসিমুখে নিয়ে ডাঁশা পেয়ারা;
‘এসো এসো সোনামণি, নুন দেব মাখিয়ে,’
চোখে জল মোছে খুকু হাসিমুখে তাকিয়ে।
_____
অলঙ্করণঃ সুতীর্থ দাশ

2 comments:

  1. aha...mon vorano kobita...chhondota eto mishti je khuku shunle hattali debe matha duliye neche neche

    ReplyDelete
  2. Khoka khuku matha duliye hattali dilei ami khushi :)

    ReplyDelete